ভয়াল আকার ধারণ করেছে তিস্তা। স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি-ঘর গাছপালা ভেসে যাচ্ছে। সিকিমের চুংথামে ব্যাপক জলস্ফীতি হয়েছে। একটি লেক ভেঙে পড়েছে। জল গিয়ে তিস্তায় ঢুকছে। তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ৩৪৮৪ কিউসেক জল। আগে থেকে কোনও সতর্কতা জারি করেনি সেচ দফতর। ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
সিকিমের উঁচু এলাকায় নদীর দল ঢুকে কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়েছে চুংথাম। শিলিগুড়ি থেকে কালিম্পং ও দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার উপর থেকেই জল ঢুকে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আচমকাই জলস্তর দোতলা বাড়ির সমান হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এলাকায় জলবিদ্যুতের কাজ ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: রাতভর তুমুল বৃষ্টি! বুধবারও সারা দিন ভিজবে দক্ষিণবঙ্গ
নিম্নচাপের জেরে রাজ্যে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েই চলেছে। উত্তরবঙ্গে গত শনিবার থেকে ভারী বৃষ্টি চলছে। তিস্তা, তোর্সা, রায়ডাক, সঙ্কোশের মতো নদীগুলি যেন ক্ষোভে ফুঁসছে।