২০২১ সালে সিপিএমের যুব সংগঠন DYFI-এর নবান্ন অভিযানে অভিযোগ উঠেছিল পুলিশের আক্রমণে আক্রান্ত হন মইদুল ইসলাম মিদ্যার। ঘটনার দিন চারেক বাদে মৃত্যু হয়েছিল বাঁকুড়ার ওই কর্মীর । সেই ‘শহীদ’ মইদুলের বাড়িতেই ইদের ‘সওগাত’ নিয়ে পৌঁছলেন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মইদুলের পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান মীনাক্ষী সহ সিপিএমের নেতৃত্ব।
দেশ জুড়েই বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা, সব দলই আদা জল খেয়ে কার্যত প্রচারে নেমে পড়েছে। যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লোকসভা ভোটের প্রার্থী করা না হলেও, সিপিএমের প্রচারে সামনের সারিতেই থাকছেন তিনি। এর ফাঁকেই, বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের জোড় কোলা গ্রামে মইদুলের বাড়িতে ইদের উপহার নিয়ে পৌঁছলেন সিপিএম নেতৃত্ব।
মীনাক্ষী আরও জানিয়েছেন, সারাবছরই মইদুলের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন তাঁদের সাথীরা। মইদুলের মৃত্যুর বিচার প্রসঙ্গে যুব নেত্রী ক্ষোভ উগরে দিয়ে জানান, ‘গোটা রাজ্যে যতদিন না এই সরকারটা পাল্টাচ্ছে ততদিন মইদুলরা বিচার পাবে না’