পঞ্চায়েত ভোটের আগে এবার মানুষের 'দুয়ারে' স্বাস্থ্য কমিশন। এবার থেকে সরাসরি অভিযোগকারীর কাছে পৌঁছে গিয়ে তাঁর অভিযোগ শুনবেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। শনিবার এই বিষয়ে স্বাস্থ্য কমিশনের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
জানা গিয়েছে, মার্চ মাসের ২-৩ তারিখ নাগাদ ঝাড়গ্রামে দক্ষিণবঙ্গের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। তবে তার আগেই ৭-৮ ফেব্রুয়ারি মালদহের চাঁচলে হবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক। ১৫-১৬ ফেব্রুয়ারি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের বৈঠক হবে পশ্চিম মেদিনীপুরের রঘুনাথপুরে।
মূলত, পঞ্চায়েত এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়েও দীর্ঘদিনের অভিযোগ। সময় যত গড়িয়েছে, ততই লাফিয়ে লাফিয়ে বেড়েছে অভিযোগের তালিকা। এবার সেই সমস্ত অভিযোগ শুনে সুরাহার উদ্দেশ্যে গ্রামে গ্রামে যাবেন রাজ্য স্বাস্থ্য কমিশনের সদস্যরা।