সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বিপর্যস্ত মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার বিকেল থেকে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। যান্ত্রিক গোলযোগের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। তবে দ্রুত মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎ নোয়াপাড়া এবং বরানগর স্টেশনের মাঝে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। তখনই দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এদিকে দীর্ঘক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন অফিস যাত্রীরা।
এবিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। যদিও কখন পরিষেবা স্বাভাবিক হবে সেবিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।