বৃহস্পতিবারের পর ফের শুক্রবার। ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাট। মেট্রো সূত্রে খবর, সিগন্যালিং সমস্যার জন্য ব্যাহত হচ্ছে মেট্রো চলাচল। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার সকাল ১০টা নাগাদ শ্যামবাজার মেট্রো স্টেশনে সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেয়। তার জেরে একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যায় মেট্রো। সমস্যায় পড়েন অফিস যাত্রীরা। একই পরিস্থিতি তৈরি হয়েছিল বৃহস্পতিবারও। সেন্ট্রাল, ময়দান সহ বিভিন্ন স্টেশনে প্রায় ১৫ মিনিট করে দাঁড়িয়েছিল মেট্রো।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের জেরে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছিল। তারপর ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে ট্রেন চালানো হয়। আর সেকারণেই বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে পড়ছে মেট্রো রেল।