শনিবারও নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। এদিন সন্দেশখালিতে গেলেন DYFI-র রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। ফেরিঘাটে যাওয়ার আগেই সাদা ওড়না দিয়ে মুখ ঢাকেন তিনি। ঘুরপথে সন্দেশখালিতে পৌঁছন। কিন্তু এরপরই বাধার সম্মুখীন হন তিনি। ১৪৪ ধারার কথা বলে আটকানো হয় DYFI নেত্রীকে। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন মীনাক্ষি।
মীনাক্ষি মুখোপাধ্যায় যে শনিবার আসছেন, তা আগেই জানতেই সিপিএম কর্মী-সমর্থকরা। টোটোয় চেপে গ্রামে গ্রামে ঘোরেন মীনাক্ষী। গতবারও সন্দেশখালি আসার পথে ন্যাজাটের কাছে পুলিশি বাধার মুখে পড়েন। ফিরে আসতে বাধ্য হন মীনাক্ষি। স্থানীয় মানুষদের সঙ্গে কথাও বলেন। পাত্রপাড়া, পুকুড়পাড়াতে ঘুরেছেন DYFI নেত্রী।
আরও পড়ুন: আসানসোলের জামুড়িয়ায় পেট্রোপণ্য কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
এদিকে শনিবারই সন্দেশখালিতে সকাল থেকে এলাকায় টহল দিচ্ছে RAF। মাঠে নেমেছে কমব্যাট ফোর্স। কাঠপোল নতুন বাজার এলাকায় ৩টি সিসিটিভি বসেছে। নজরদারি চলছে। অভিযোগ শোনার জন্য পুলিশের ক্যাম্প তৈরি হয়েছে। শনিবারও এলাকা পরিদর্শন করেছেন মানবাধিকার কমিশনের কর্মীরা।