রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবিগুরুর লেখা কিছু বিখ্যাত পঙক্তিকে হাতিয়ার করে রাজ্যকে বিঁধেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) । এবার তার পাল্টা জবাব দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) । সরস ভঙ্গিতেই রাজ্যপালের দিকে কটাক্ষবাণ ছুড়লেন রাজ্যের মন্ত্রী ।
রাজ্যপাল বলেছিলেন, বর্তমান বাংলা আগের মতো নেই । এখন মাথা নত হয়ে যায় । পাল্টা ব্রাত্য-র মন্তব্য, "বেশি মাথা হেঁট করবেন না। তা হলে সানগ্লাস খুলে পড়ে যাবে।" রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপাকে তীব্র আক্রমণ করেন । এমন মন্তব্যের পিছনে রাজ্যপালের কোনও উদ্দেশ্য আছে বলে মনে করছে শাসক দল ।
আরও পড়ুন, TMC On Manipur : মোদীকে অপছন্দ করে গোটা দেশ, সংসদে দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের
জানা গিয়েছে, এদিন, রাজভবনে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল । সেখানেই কবিগুরু-র কিছু পঙক্তি উল্লেখ করে তিনি বলেন, 'গুরুদেবের কথায় চিত্ত যেথা ভয়শূন্য, আমি এটা অনুভব করি। এখন চিত্ত ভয়যুক্ত। আর মাথা হেঁট হয়ে আছে। সন্ত্রাস, হিংসা, দুর্নীতি ভরে আছে ।' সরাসরি নাম না নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকেই তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল । এরপর তৃণমূলের তরফেও তার জবাব মিলেছে ।
রাজ্য-রাজ্যপাল সম্পর্ক ভাল নয় । বিভিন্ন ইস্যুতে সংঘাত একটা রয়েই গিয়েছে । পঞ্চায়েত ভোট চলাকালীন হিংসা-অশান্তির ঘটনায় সরব হতে দেখা গিয়েছে রাজ্যপালকে । অশান্তিপ্রবণ এলাকাগুলিতে নিজে গিয়েছেন রাজ্যপাল বোস। অ্যান্টিকোরাপসন সেল থেকে পিস রুম একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে তাঁকে । এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু পঙক্তি উদ্ধৃত করে ফের একবার রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হলেন বোস ।