ফের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ।
শান্তিনিকেতনের মেলা থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে তাকে পাঁচ জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই নাবালিকার প্রেমিকের বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরি করাচ্ছে পুলিশ৷ ঘটনার তদন্তে গ্রামে যান খোদ বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী৷ আদিবাসী নাবালিকা গণধর্ষণের ঘটনায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন আইজি ভরতলাল মীনাও।
ঘটনাস্থল বীরভূমের শান্তিনিকেতন থানার বড়োডাঙা গ্রাম। এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, ওই আদিবাসী নাবালিকা বৃহস্পতিবার রাতে চড়কের মেলায় গিয়ে প্রেমিকের সঙ্গে গল্প করছিল। আচমকা জনা পাঁচেক যুবক সেখানে আসে। এর পর ছেলেটিকে মারধর করে মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তাকে নিয়ে নদীর ফাঁকা চরে চলে যায় তারা। সেখানে মেয়েটিকে যৌন নির্যাতন করে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ।