'বিহারীবাবু লাপাতা'। ছটপুজোর আগে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে এই পোস্টারে ছয়লাপ এলাকা। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পোস্টার নিয়ে তৃণমূল সাংসদকে কটাক্ষ করেছে বিজেপি। ছটপুজোতে শত্রুঘ্ন সিনহা এলাকাতেই থাকবেন বলে জানান তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তৃণমূল সাংসদের নামে এই পোস্টার নজরে আসে এলাকাবাসীর। 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার নামে ওই পোস্টার বিহারী জনতারাই দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে তৃণমূল কাউন্সিলর সেলিম আনসারির দাবি, "এই সব পাগল বিজেপির কাজ।" শত্রুঘ্ন সিনহা প্রতি মাসেই আসানসোল আসেন বলেও জানান তিনি।
আরও পড়ুন- Modi-Mamata: নভেম্বরেই রাজ্যে আসছেন মোদী-শাহ, বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, সাংসদের দফতর থেকে সব পরিষেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় সশরীরে গেছেন সাংসদ। পরিষেবা পাওয়ার পরেই কেন শত্রুঘ্ন সিনহাকে নিখোঁজ বলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ।