শুক্রবার মাঝ রাতে বঙ্গোপসাগরে টর্নেডোর মধ্যে পড়ে ডুবে গিয়েছিল মৎস্যজীবীদের একটি ট্রলার। এফ বি গোবিন্দ নামে ওই ট্রলারে মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন। ঘটনার পর আট জনকে উদ্ধার করা সম্ভব হলেও, নিখোঁজ ছিলেন নয় জন। রবিবার অবশেষে উদ্ধার করা হল ওই ট্রলার।
ওই ট্রলারের কেবিন থেকে উদ্ধার হয়েছে আট মৎসজীবীর দেহ। আরও এক মৎসজীবীর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। চলছে তল্লাশি। গোটা ঘটনার তদারকি করছেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
জানা গিয়েছে, কাকদ্বীপ থেকে ছেড়েছিল এফবি বাবা গোবিন্দ নামে ওই ট্রলারটি। মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে। এদের মধ্যে ৮ জন পাটাতনে ছিলেন। দুর্ঘটনার সময় সমুদ্রে ছিটকে পড়ে তাঁরা ভাসতে থাকেন। তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
কিন্তু ওই ট্রলারের মাঝি-সহ আরও ৯ মৎস্যজীবী কেবিনের মধ্যে ছিলেন। তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার সকাল থেকেই বাড়ছিল উদ্বেগ। নদীর ঘাটে কান্নার রোল ওঠে নিখোঁজ মৎস্যজীবীদের স্বজনদের। দিনভর উদ্ধারকাজ চালিয়ে অবশেষে আট জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।