প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য। এবার এই নিয়ে বিশেষ ঘোষণা বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)। জানালেন, তিনিই পাকা বাড়ি করে দেবেন। তার জন্য বিজেপি করতে হবে না। কোনও নেতারও ঘনিষ্ঠ হতে হবে না।
বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালিতে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও।
আরও পড়ুন: ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন, বুধবার বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের
আবাস যোজনায় প্রতিদিনই বাড়ি না পেয়ে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। এদিন দুর্নীতির প্রতিবাদে এক কিলোমিটার পদযাত্রা করেন মিঠুন। সেখানেই এই দাবি করেন মিঠুন চক্রবর্তী।