লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্য পুলিশে একদফায় রদবদল। বদল এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশেও। বুধবার নবান্ন থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বসিরহাটের নতুন পুলিশ সুপার হচ্ছেন হোসেন মেহেদি রহমান। জবি থমাসের বদলে তাঁকে বসিরহাটে পাঠানো হচ্ছে। থমাস যাচ্ছেন উত্তরবঙ্গের ইসলামপুরের পুলিশ সুপার হয়েছেন। যদিও পুলিশের বক্তব্য, এই ঘটনার সঙ্গে সন্দেশখালির ঘটনার কোনও সম্পর্ক নেই। এটা রুটিন বদল।
পাশাপাশি এডিজি পদেও রদবদল করা হয়েছে। এডিজি আইন-শৃঙ্খলা হচ্ছেন মনোজ বর্মা। এই পদে থাকা জাভেজ শামিমকে দেওয়া হচ্ছে গোয়েন্দা এবং এডিজি নিরাপত্তা পদের দায়িত্ব। দক্ষিণবঙ্গের ডিজি-আইজিপি পদে থাকা সিদ্ধনাথ গুপ্তকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোতে।
বুধবারও সব মিলিয়ে ৪৫ জন আইপিএস অফিসারকে বদলি করা হল। ডিসি দক্ষিণ-পূর্ব পদে থাকা শুভঙ্কর ভট্টাচার্যকে কলকাতার পুলিশের যুগ্ম কমিশন করা হল। বিধাননগর কমিশনারেটের ডিসি ট্র্যাফিক ইন্দিরা মুখোপাধ্যায়কে পাঠানো হচ্ছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে।