বুধবার ৬ পুর ওয়ার্ডের উপনির্বাচনে (WB Municipal By-Poll) ফলঘোষণা হল। ৪টি আসন দখলে রাখল তৃণমূল। চন্দননগের জয়ী বাম প্রার্থী। ঝালদায় তপন কান্দুর আসন ধরে রাখল কংগ্রেস।
ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ফের জয়ী কংগ্রেস। উপনির্বাচনে জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন। তিনি পেয়েছেন ৯৩০ ভোট। এখানে তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক পেয়েছেন ১৫২ ভোট। এদিকে চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। এই ওয়ার্ডে এর আগে জিতেছিল বিজেপি। উপনির্বাচনে বামেরা পেয়েছে ১০১৮ ভোট। দ্বিতীয় স্থানে তৃণমূল।
আরও পড়ুন: মহারাষ্ট্রে আস্থা ভোটের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন শিবসেনার
এদিকে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া, দমদমের একটি করে ওয়ার্ডে ফের দখল তৃণমূলের। পানিহাচির ৮ নম্বর ওয়ার্ডে মীনাক্ষী দত্ত জিতেছেন ২২৭৪ ভোটে। ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী কনকলতা দাস।
এবার উপনির্বাচনের ফলাফলে অনেক জায়গাতেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। দমদমের ৪ নম্বর ওয়ার্ডে অসমাপ্ত নির্বাচনে তৃণমূল জিতলেও দ্বিতীয় স্থানে বাম প্রার্থী শান্তনু বর্ধন। দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডেও তৃণমূলের পরেই উঠে এসেছে বামেরা। এখানে তৃণমূলের নিকটতম প্রার্থী সিপিআইমের বন্দনা ঘোষ রায়।