তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দের জেরে ব্লক সভাপতির বাড়িতে এলোপাথাড়ি গুলি। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia Murder) নাকাশিপাড়ার ধাপারিয়া অঞ্চলে। আক্রান্ত পরিবারের অভিযোগ, তাঁদের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাঁদের উপর হামলা করানো হয়েছে।
ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল বুথ সভাপতি মহতালি দফাদারের ছেলে মতিয়াজুল রহমান দফাদারের। আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা নাগাদ ধাপারিয়া অঞ্চলে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে এক দল দুষ্কৃতী ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। অভিযোগ, সেই গুলির আঘাতে গুলিবিদ্ধ হন বুথ সভাপতির ছেলে এবং তাঁর ভাইপো-সহ আরও দু'জন।
আরও পড়ুন - সুতপা খুনে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রেমিক সুশান্ত, বুধবার শাস্তি ঘোষণা
তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সভাপতির ছেলে ৩৬ বছর বয়সী মতিয়াজুল রহমান দফাদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দু'জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।