নদিয়ার তরুণীর রহস্যমৃত্যু। নয়ডার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম সায়নী দাস। এই ঘটনায় নয়ডা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে মৃতার পরিবার। এমনকি মেয়ে আত্মহত্যা করেনি বলেই দাবি তাঁদের। দোষীদের শাস্তির দাবি তুলেছে পরিবার।
জানা গিয়েছে, নদিয়ার চাকদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের নরেন্দ্রপল্লী এলাকার বাসিন্দা সায়নী। বিবিএ পাস করে চাকরি নিয়ে নয়ডায় গৌতম বুদ্ধনগরের এক আবাসনে থাকতেন। গত ২০ ফেব্রুয়ারি কলকাতায় নিজের কলেজের একটি অনুষ্ঠানে এসেছিলেন।
আরও পড়ুন - চেয়ার তুলে রিকশা চড়ে চম্পট চোরের, বাঁকুড়ায় তৃণমূল-বিজেপির মাথায় হাত!
বাড়িতে থাকার কথা থাকলেও অফিসের কাজ থাকায় নয়ডায় ফিরে যান। ওই রাতেই অর্থাৎ ২১ ফেব্রুয়ারিই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরেরদিন খবর আসে নদিয়ায়। ওই দিনেই নয়ডায় পৌঁছয় সায়নীর পরিবার। একমাস সেখানে থাকলেও কোনও লাভ হয়নি।