আদিবাসী মহিলাদের দণ্ডি (South Dinajpur News ) কাটানোর ঘটনায় চাপে রাজ্য (West Bengal)। ঘটনায় রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করল জাতীয় তফশিলি জনজাতি কমিশন । উল্লেখ্য, আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোর ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ জানিয়েছিলেন জনজাতি কমিশনে । সেই অভিযোগের ভিত্তিতেই এদিন রিপোর্ট তলব করা হয়েছে ।
জনজাতি কমিশনের ডিরেক্টর মিরান্ডা ইংগুদাম একটি চিঠি পাঠিয়েছেন ডিজি মনোজ মালব্যকে । সেখানে লেখা হয়েছে, তিন দিনের মধ্যে ওই ঘটনার রিপোর্ট পাঠাতে হবে রাজ্য পুলিশকে । ওয়াকিবহাল মহলের মতে, ঘটনায় রীতিমতো চাপে পড়ে গিয়েছে রাজ্য় সরকার ।
আরও পড়ুন, Summer Vaccation : রাজ্যজুড়ে গরমের দাপট, রাজ্যের স্কুলগুলিতে তিন সপ্তাহ এগোল গরমের ছুটি
উল্লেখ্য, তপন বিধানসভার অন্তর্গত গোফানগরে তৃণমূল ছেড়ে প্রায় ২০০ মহিলা ও তাঁদের পরিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন । তাঁদের মধ্যে ছিলেন মার্টিনা কিস্কু, শিউলি মারডি, ঠাকরান সোরেন এবং মালতী মূর্মূ। অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পরেই ওই চার মহিলাকে বালুরঘাট এনে তৃণমূলে যোগ দেওয়ান মহিলা মোর্চার জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। কিন্তু অভিযোগ ওঠে, তৃণমূলে ফেরালেও ওই আদিবাসী মহিলাদের বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটানো হয় । পরে প্রদীপ্তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল । সেই জায়গায় নিয়ে আসা হয় স্নেহলতা হেমব্রমকে ।