জিটিএ নির্বাচনে প্রথমবার লড়েই এককভাবে ক্ষমতা দখল করেছে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। জিটিএ-র চিফ এগজিকিউটিভ হিসাবে শপথ নিতে চলেছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টির প্রধান অনীত। ওই দলেরই সদস্য অঞ্জুল চৌহান হতে চলেছেন জিটিএ-র চেয়ারম্যান। জিটিএ নির্বাচনে জয়ী প্রার্থীরা মঙ্গলবার শপথ নিয়েছেন। এবার নিয়ম মেনে বৃহস্পতিবার রাজ্যপালের উপস্থিতিতে শপথ নেবেন জিটিএ বোর্ড সদস্যরা।
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সাধারণ সম্পাদক অমর লামা বলেন, ‘‘জিটিএ বোর্ডে কে কোন পদে শপথ নেবেন, তা নিয়ে সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে গিয়েছে। জিটিএ চিফ এগজিকিউটিভ হিসাবে শপথ নেবেন অনীত থাপা। জিটিএ চেয়ারম্যান পদে শপথ নেবেন অঞ্জুল চৌহান। ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন রাজেশ চৌহান। ডেপুটি চেয়ারম্যান হবেন অরুণ শিনজি।’’
আরও পড়ুন- Khuti Puja 2022 : খুঁটিপুজো দিয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু তৃণমূলের, রেকর্ড ভিড়ের আশা নেতৃত্বের
জিটিএ নির্বাচনে এই জয়ের পর পাহাড়বাসীর ধারণা ছিল, অনীতই জিটিএ-র চেয়ারম্যান হবেন। কিন্তু বুধবার জিটিএ চেয়ারম্যান পদে অঞ্জুলের নাম ঘোষণা হওয়ায় আশাহত দলের কর্মী-সমর্থকদের একাংশ।