Kolkata Metro: কাউন্টার বিহীন হতে চলেছে কলকাতা মেট্রোর ৩টি স্টেশন, ১ অগাস্ট থেকেই চালু নয়া ব্যবস্থা

Updated : Jul 26, 2024 21:24
|
Editorji News Desk

কলকাতা মেট্রোয় চালু হতে চলেছে নয়া ব্যবস্থা। এবার থেকে তিনটি স্টেশনে চালু হতে হতে চলেছে বিনা কর্মীর টিকিট কাউন্টার। অর্থাৎ টিকিট কাটতে হবে নির্দিষ্ট মেশিনে। যে তিনটি স্টেশনে এই ব্যবস্থা চালু হতে চলেছে সেগুলি হল তারাতলা, সখের বাজার এবং কবি সুকান্ত। যেহেতু ওই তিনটি স্টেশনে খুব সীমিত সংখ্যক যাত্রী মেট্রোতে চলাচল করেন সেকারণে ওই তিনটি স্টেশনেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। যদিও পুরোটাই পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হবে। 

কলকাতা মেট্রোয় ইতিমধ্যে চালু করা হয়েছে UPI পেমেন্ট সিস্টেম। রেগুলার টোকেন থেকে শুরু করে স্মার্ট কার্ড রিচার্চ করা সম্ভব UPI এর মাধ্যমে। কিন্তু এবার থেকে তিনটি স্টেশনে টিকিট কাটা এবং কার্ড রিচার্জের জন্য পুরোটাই নির্ভর করতে হবে UPI নির্ভর স্বয়ংক্রিয় কার্ড রিচার্জ মেশিনের উপর। ১ অগাস্ট থেকে ওই সিস্টেম চালু হতে চলেছে। 

রেল সূত্রে খবর, তারাতলা স্টেশনে প্রতিদিন গড়ে ৭০ জন, কবি সুকান্ত স্টেশনে ২২০ জন এবং সখেরবাজার স্টেশন দিয়ে দৈনিক গড়ে ৫৫ জন করে যাত্রী যাতায়াত করেন। ফলে যাত্রী সংখ্যা যেহেতু খুবই কম সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অর্থাৎ ১ অগাস্ট থেকে ওই তিনটি স্টেশনে টিকিট কাউন্টারে কোনও কর্মী রাখা হবে না। বিশেষ মেশিনের মাধ্যমে UPI-এর সাহায্যে টিকিট কাটবেন মেট্রো যাত্রীরা। এর জন্য ওই তিনটি স্টেশনে দুটি করে স্বয়ংক্রিয় মেশিন বসানো হয়েছে। 

এবিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, অত্যাধুনিক পরিষেবা দেওয়ার জন্য কয়েকটি স্টেশন ডিজিটাউজেশন করার ভাবনাচিন্তা করা হয়েছে। আপাতত প্রায় সব স্টেশনেই UPI পেমেন্ট সিস্টেম চালু হলেও তিনটি স্টেশনে কাউন্টারে কোনও কর্মী রাখা হবে না। 

Metro Railway

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী