২০২৩ খানা ডুব! ঠান্ডা কনকনে জলে নেমে এভাবেই নতুন বছরকে (New Year) স্বাগত জানালেন বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর (Bishnupur) শহরের চকবাজারের সদানন্দ দত্ত। রবিবার ২০২৩ সালকে স্বাগত (Welcome 2023) জানাতে ২০২৩টি ডুব দিয়েছেন তিনি। যা দেখতে কার্যত ভিড় জমে গিয়েছিল লালবাঁধের (lalbadh) ধারে।
সকাল ১১টা নাগাদ লাল বাঁধের জলে ডুব দিতে শুরু করেন তিনি। যা দেখতে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। মুহূর্তে মুহূর্তে করতালি দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহ দেন তাঁরা। ২০২৩টি ডুব দিয়ে জল থেকে উঠে আসেন সদানন্দ।
আরও পড়ুন- বছরের প্রথম দিনে পর্যটকদের ভিড় মাইথনে
বলেন, গত আট বছর ধরে এভাবেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন তিনি। সাঁতার কাটতে ভালবাসেন। সেখান থেকেই এই বিশেষ অনুশীলন আয়ত্ত করেছেন। এছাড়াও জানান, তাঁর লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা