বছরের প্রথম দিনেই (New Year) পর্যটকদের উপচে পড়া ভিড় মেটেলি ব্লকের পর্যটনকেন্দ্র মূর্তিতে (Murti)। এমনিই মূর্তির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানেই বিভিন্ন এলাকার মানুষ মূর্তিতে আসেন। রবিবার (Sunday) আবহাওয়াও ভাল ছিল। শীতের (Winter) আমেজ আর হালকা রোদ। সকাল থেকে বিকেল, বহু মানুষকে ভিড় করতে দেখা যায় মূর্তি নদীর ধারে। এদিন বহু মানুষকে মূর্তি নদীর ধার, মূর্তি সেতু, ঘোড়া সাফারি করতে, ছবি তুলতে দেখা যায়।
মূর্তিতে মানুষের ভিড়ে স্বভাবতই খুশি মূর্তির ব্যাবসায়ী মহল।বছর শুরুর আনন্দে মূর্তি নদীর সেতুকেও সাজিয়ে তোলা হয়েছে। এদিন মূর্তি জিপসি ওনার্স এসোসিয়েসন,রহমান ফার্ম হাউস,টোটো ইউনিয়নের তরফে মূর্তিতে ঘুরতে আসা পর্যটকদের লাল গোলাপ ও মিষ্টিমুখ করিয়ে ইংরেজি নব বর্ষের শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন- নতুন বছরের আনন্দে মাতোয়ারা বাংলা, নিকোপার্ক, ইকোপার্কে মানুষের ঢল
মানুষের ভিড় থাকায় এদিন মূর্তিতে মোতায়েন ছিল মেটেলি থানার পুলিশ ও বনকর্মীরা। তবে, এদিন মূর্তিতে যানজট কাটাতে কার্যত হিমশিম খেতে হয় মেটেলি থানার পুলিশকে।