চারিদিকে জলরাশি। সবুজ পাহাড়। গত কয়েক বছর ধরেই মাইথনের (Maithan) এই মনোরম পরিবেশ মন কেড়েছে মধ্যবিত্ত বাঙালির। সেই কারণেই নতুন বছরের (New year) প্রথম দিনটা এই মনোরম পরিবেশে কাটাতে আসানসোলের (Asansol) মাইথনে ভিড় করেছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা।
রবিবার সকাল থেকেই মাইথনে পরিবারকে নিয়ে পিকনিকের আনন্দে মেতে উঠেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন। বাস ভাড়া করে সকাল সকাল সেখানে পৌঁছেছেন। কেউ মেতে উঠেছেন নৌকাবিহারে। আবার কেউ রান্না-বান্না, গান, নাচ, গান, হইহুল্লোড় সব মিলিয়ে বছরের প্রথম দিনে পর্যটক সমাগমে গমগম করছে মাইথন।
আরও পড়ুন- নতুন বছরের আনন্দে মাতোয়ারা বাংলা, নিকোপার্ক, ইকোপার্কে মানুষের ঢল
বিগত দু'বছর মানুষের জীবনযাত্রার পাশাপাশি বড়দিন নববর্ষের দিনগুলি উদযাপনে অনেক পরিবর্তন এনেছে করোনাভাইরাস। আপাতত বিপদ থাকলেও করোনার কাঁটা ভুলে আনন্দে মেতে উঠেছেন রাজ্যবাসী।