কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ। বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের সিতাই। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল মন্ত্রী নিশীথ প্রামাণিকের। একাধিক জায়গায় যাওয়ার কথা ছিল তাঁর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে আক্রমণের ঘটনায় সরাসরি শাসক দল তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। তাঁর নিরাপত্তা আধিকারিক সূত্রে খবর, রাস্তা দিয়ে যখন নিশীথের কনভয় যাচ্ছিল, তার গাড়িতে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি এলাকায় এই ঘটনা ঘটেছে।
ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতেই সিতাইয়ের নতুনহাটে যাচ্ছিলেন নিশীথ প্রামাণিক। রাস্তায় তাঁর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি সমর্থকরাও। কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এরপরই ময়দানে নামে পুলিশ। দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়। ফের রওনা দেয় কনভয়।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর নিশীথ প্রামাণিকের দাড়ি গোঁফ উপড়ে নেওয়ার হুমকি দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।