জোরে ডিজে বাজানোর (DJ Box) প্রতিবাদ। এক বৃদ্ধকে পিটিয়ে (Old Man Died) খুন করার অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) মোথাবাড়ি থানার রথবাড়ি পঞ্চায়েত এলাকায়। মৃত ব্যক্তির নাম আফজল মমিন। বয়স ৬৫ বছর। কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন তিনি। তিনি বাবলা পাঠানপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গ্রামের রাস্তা দিয়ে উচ্চস্বরে ডিজে বাজিয়ে নিউ ইয়ারের উৎসবে মেতেছিলেন কয়েকজন যুবক। ডিজে বন্ধ করতে বলেন ওই বৃদ্ধ। মঙ্গলবার ফের কিছু যুবক ডিজে চালায়। এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে বিবাদ গড়ায় মারামারিতে। ওই সময় তার মধ্যে পড়ে যান তিনি।
আরও পড়ুন: নতুন দায়িত্বে তাপস রায়, দমদম-ব্যারাকপুর সংগঠনের দায়িত্ব পেলেন তৃণমূল বিধায়ক
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। চিকিৎসকা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।