জঙ্গি যোগ থাকার অভিযোগে পানাগড় থেকে এক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ওই পড়ুয়ার নাম মহম্মদ হাবিবুল। তিনি কম্পিউটার সায়েন্সের ছাত্র বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আনসার-আল-ইসলাম নামের একটি বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে তাঁর।
জানা গিয়েছে, আনসার-আল-ইসলামের শাহাদত নামে একটি শাখা সংগঠন রয়েছে। মহম্মদ হাবিবুল ওই সংগঠনের সদস্য বৃদ্ধির দায়িত্বে ছিলেন। একটি মেসেজিং অ্য়াপ ব্যবহার করে ভারতে যাবতীয় কাজ করত ওই সংগঠনটি।
শনিবার বিকালে কাঁকসা থানার মীরপাড়ায় একটি বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের STF। এছাড়াও কাঁকসা থানার পুলিশও ওই তল্লাশি অভিযানে ছিল। প্রথমে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় কাঁকসা থানায়। সেখানে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পরেই গ্রেফতার করা হয়।