মঙ্গলবার শিক্ষক দিবস। তার আগে মন খারাপ তুফানগঞ্জ টাউন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। কারণ , স্কুল আছে, পড়ুয়া নামমাত্র। ৬ জন পড়ুয়া আর ২ জন শিক্ষক। এই নিয়েই চলছে স্কুল। শিক্ষকদের দাবি , বেশিরভাগ দিনই উপস্থিতির সংখ্যা শূন্যে এসে দাঁড়ায়। তাঁদের অভিযোগ, সরকারি স্কুলের বদলে বেসরকারি স্কুলে সন্তানদের পড়াতে এখন বেশি আগ্রহী অভিভাবকরা।
Chandana Bauri: বেহাল রাস্তা মেরামত করছে না প্রশাসন, অভিযোগ তুলে সারাইয়ে হাত লাগালেন BJP বিধায়ক
তুফানগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডে রয়েছে ৩ টি প্রাথমিক স্কুল এবং ২ টি শিশু শিক্ষা কেন্দ্র। পড়ুয়া ভাগাভাগি হয়ে যাওয়ার কারণেও এই স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে থাকে। চাকরি জীবনও যেন কার্যত অবসর কাটাচ্ছেন ওই দুই শিক্ষক। তাই শিক্ষক দিবসের প্রাক্কালে মন খারাপ তাঁদের।