প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতোই এবার পদ্মশ্রী সম্মান ‘প্রত্যাখ্যান’ করার কথা জানিয়ে দিলেন প্রবাদপ্রতিম তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় (Pandit Anindo Chatterjee)।
তিনি (Pandit Anindo Chatterjee) বলেন, আমি দীর্ঘদিনের অক্লান্ত সাধনা এবং গানবাজনা করে আজ এই জায়গায় পৌঁছেছি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী আবদুল কালাম সাহেব আমার ভক্ত ছিলেন। আমাকে সঙ্গীত অ্যাকাডেমি দেওয়া হয়েছিল আজ থেকে ২২ বছর আগে। এত যুগ ধরে ধ্রুপদী সঙ্গীত জগতে বহু উল্লেখযোগ্য কাজ করার পরে এতদিনে আমাকে পদ্মশ্রী দেওয়া মানে তা একপ্রকার অসম্মানেরই সমান। শ্রোতাদের প্রশংসাই আমার কাছে শ্রেষ্ঠ পুরস্কার। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ফোন এসেছিল, আমি জানিয়ে দিয়েছি যে, আমি গ্রহণ করছি না।
আরও পড়ুন: ‘অভিমানে’ পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
তিনি (Pandit Anindo Chatterjee) এর আগেও বহু সম্মান পেয়েছেন। বারাক ওবামার ভারত সফরের সময়ে রাষ্ট্রপতি ভবনে তিনি সঙ্গীত পরিবেশেন করেন।
কাজ করেছেন আলি আকবর খান, রবিশঙ্কর, আমজাদ আলি খানের মতো শিল্পীদের সঙ্গেও।