ঘড়ির কাটায় টিক টক টিক টক। শুরু কাউন্টাউন। রাত পোহালেই নতুন বছর। এদিকে ২০২৩ কে স্বাগত জানাতে তৈরি বাঙালিও। পার্কস্ট্রিট মুড়েছে আলোয়, তিলোত্তমার এই অঞ্চলে কার্যত সাজো সাজো রব৷ রংবেরঙের সোয়েটারে, কিংবা ঝলমলে পোশাকে সেজে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের ভিড়ে গমগম করছে পার্কস্ট্রিট। সকলেই কার্যত পার্টি মুডে। আর কিছুক্ষণ তারপরেই বিদায় ২০২২ এর। ৩১ ডিসেম্বরে আর ১ লা জানুয়ারির রাত মিলেমিশে একাকার। চলছে সেলিব্রেশন।
তবে ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। যানজট এড়াতে ওই চত্বরে মোতেয়েন করা হয়েছে প্রায় ৩ হাজার পুলিশ। শুধু পার্কস্ট্রিটই নয় গোটা শহরেই উৎসবের আমেজ। আশেপাশের পর্যটন কেন্দ্রগুলিতেও হলিডে মুড। গোটা শহরকে দশটি সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে। প্রত্যেকটি সেক্টরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিসি পদ মর্যাদার অফিসাররা ।