‘শরীর সঙ্গ দিচ্ছে না, আমাকে বাঁচতে দিন, ১০০ দিন ধরে এখানে রয়েছি অথচ এখনও এরা কিছু পাচ্ছে না।’ জামিন চেয়ে ফের কাতর আর্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। একইসঙ্গে তদন্তকারী সংস্থা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বলেও এদিন আদালতে কার্যত অভিমান অনুযোগের সুরে বললেন পার্থ। ‘সব মামলা একসঙ্গে এনেও কিছুই পাচ্ছে না এজেন্সি’ এমনটাই দাবি তাঁর।
এদিন ব্যাঙ্কশাল আদালতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলার শুনানি ছিল। তবে জামিন চেয়ে একদিকে যেমন নিজেই জোড়াল সওয়াল করেছে পার্থ, তেমনই অন্যদিকে কোর্টের ক্রিজের উল্টোদিকে দাঁড়িয়ে সোজা হাতে ব্যাট চালাতে দেখা গিয়েছে তাঁর আইনজীবীকেও। তাঁর সাফ দাবি, ‘পার্থ বাবুর মেডিক্যাল রিপোর্ট বলছে তিনি গুরুতর অসুস্থ। একজন নেতা হিসেবে অনেক মানুষ তাঁর হাত ধরে উপকৃত হয়েছেন। ইটা মানবাধিকারের বিষয়। কিছু প্রমান হওয়ার আগে তাকে যেন চোর বলা না হয়।” তাই যেকোনও কঠিন শর্তে এদিন পার্থর জামিন চান তাঁর আইনজীবী।
যদিও পাল্টা ইডির আইনজীবী বলেন “SSKM এর রিপোর্ট দেখিয়ে লাভ নেই, হাইকোর্টের নির্দেশ মেনেই তদন্ত এগোচ্ছে।”