ট্রাফিক জ্যামে আটকে পড়ে ষ্টেশনে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যায়। ততক্ষণে ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। বোর্ড দেখে নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দেয়। প্রাণের ঝুঁকি নিয়ে আর সেই ট্রেন ধরতেই ছুটেছিলেন এক যাত্রী। কিন্তু মুহূর্তের অসর্তকতায় পা পিছলে পড়ে যান ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে। হাওড়া স্টেশনের এই ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
সোমবার এই ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্ল্যাটফর্মে। তখন ষ্টেশন ছেড়ে যাত্রা শুরু করেছে আপ পুরুলিয়া এক্সপ্রেস। ট্রেন মিস করায় মরিয়া হয়ে এক ব্যাক্তি ছুটতে শুরু করেন। কোনওক্রমে ট্রেনের হাতল ধরে ওঠার চেষ্টা করতেই ঘটে বিপদ। দেহের ভারসাম্য বজায় রাখতে না পেরে পা পিছলে গিয়ে পড়েন লাইনে। চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে ঢুকে যান ওই ব্যক্তি।
আরও পড়ুন- West Bengal Weather Update : পুজোয় ঘুরুন ছাতা নিয়ে, আগাম সতর্কবার্তা আবহাওয়া দফতরের
তবে দুই আরপিএফ কর্মীর তৎপরতায় এ যাত্রায় প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। ওই প্ল্যাটফর্মেই ডিউটিরত আরপিএফ কর্মী এ কে আকেলা এবং এ কে যাদব সঙ্গেই সঙ্গেই ছুটে গিয়ে ওই ব্যক্তিকে হাত ধরে টেনে তোলেন প্ল্যাটফর্মে।