কুড়মি আন্দোলনের তৃতীয় দিনেও রেল ভোগান্তি অব্যাহত। বুধবার থেকে শুরু হয় এই অবরোধে বিপর্যস্ত পুরুলিয়া-ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। রেল সূত্রে খবর, গত তিনদিনে কমপক্ষে ২২৫ টিরও বেশি দূরপাল্লার ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছেন তাঁরা। আর এর জেরে প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
জানা গিয়েছে, হাওড়া-মুম্বাই গীতাঞ্জলী এক্সপ্রেস, হাওড়া-মুম্বাই মেল, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস, হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন থেকেও বাতিল হয়েছে দূরপাল্লার একাধিক ট্রেন। আবার বেশকিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, অবরোধ না উঠলে ট্রেন চালানো আপাতত সম্ভব নয়।
আরও পড়ুন- Calcutta High Court: ১২ বছরের নির্যাতিতার গর্ভপাতে আবেদন মঞ্জুর করল না হাইকোর্ট