তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির মামলা নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শোরগোল। এবার সেই আবহেই যেন ঘি পড়ল! বিরোধী দলের সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধেও সম্পত্তি বৃদ্ধির নতুন জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।
মোট ১৭ জন নেতার নামে রুজু হয়েছে সেই মামলা। তালিকায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে সিপিএমের মহম্মদ সেলিম ও কংগ্রেসের আব্দুল মান্নান পর্যন্ত সকলেই। ওই তালিকায় রয়েছে কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর নামও।
সূত্রের খবর, উচ্চ আদালতে সংশ্লিষ্ট জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন সুজিত গুপ্ত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শুভেন্দু, দিলীপ, সেলিম, মান্নান, শিশির, দিব্যেন্দু ছাড়াও ওই তালিকায় নাম রয়েছে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টেপাধ্যায়, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ, কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, বিজেপি নেতা শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ (রাহুল) সিংহ, অনুপম হাজরা, জিতেন্দ্র তিওয়ারি প্রমুখের।