ফের হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হল! গত ১৫ নভেম্বর নগদ ১১ লক্ষ টাকার সঙ্গে প্রচুর সোনা উদ্ধার করেছিল রেল পুলিশ। প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হল শুক্রবার। কেবল টাকার অঙ্কটাই যা আলাদা। শুক্রবার সকালে হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের ৯ নম্বর প্লাটফর্মের শেষ প্রান্তে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সন্তোষজনক উত্তর না পেয়ে ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালানোর পর ৩৫ লক্ষ ২০ হাজার টাকা নগদ উদ্ধার হয়।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রাজকুমার বিন্দ। তিনি উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ করার পরেও তিনি তেমন কোনও সদুত্তর দিতে না পারায় এবং প্রমাণপত্রও দেখাতে না পারায় ওই বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। এরই মধ্যে আরপিএফের পক্ষ থেকে খবর দেওয়া হয় কলকাতার ইনকাম ট্যাক্স অফিসে। সেখানকার আধিকারিকরা এলে তাদের হাতে সমস্ত টাকা তুলে দেওয়া হয়। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও পর্যন্ত ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতেই রেখেছে আরপিএফ। চলছে জিজ্ঞাসাবাদ।