BJP প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে কোচবিহারে গিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভায় INDIA-জোটকে তীব্র কটাক্ষ করলেন তিনি।
কী বললেন নরেন্দ্র মোদী?
তৃণমূল, কংগ্রেস এবং CPIM-এর রাজনীতিই হলো মিথ্যা বলে প্রতারণা করা। এবং অপপ্রচার করা। INDIA মহাজোট এ থাকা বাম, কংগ্রেস এবং তৃণমূল নিজেদের মধ্যে এখানে ঝামেলা করছে। কিন্তু দিল্লিতে সবাই একসঙ্গে থাকে। এক থালায় খায়।"
INDIA জোট নিয়ে অনেকবারই কটাক্ষ শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বৃহস্পতিবারও মমতা সাফ জানিয়ে দিয়েছেন, INDIA-র সঙ্গে কোনও জোট করেনি তৃণমূল কংগ্রেস। যদিও নরেন্দ্র মোদী তাঁর সভায় তীব্র কটাক্ষ করেন।