ইছাপুরের(Icchapur) মানিকতলা এলাকায় শনিবার রাতে তৃণমূল(TMC) নেতা সুশান্ত মজুমদারকে খুন করে দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, উত্তর ব্যারাকপুর পুরসভার(North Barrackpore Municipality) ৩ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটরের স্বামী সুশান্ত মজুমদার ওরফে গোপাল বহুদিন ধরেই দুষ্কৃতীদের টার্গেট ছিলেন।
শনিবার রাতে বাড়ি ফেরার পথে খুন হন ইছাপুরের(Icchapur) তৃণমূল(TMC) নেতা সুশান্ত মজুমদার ওরফে গোপাল। শনিবার রাতেই খুনের অভিযোগে ব্যারাকপুরের বিজেপি সাংসদ(BJP MP) অর্জুন সিংহ(Arjun Singh) ঘনিষ্ঠ বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে আটক করে পুলিশ(Police)।
আরও পড়ুন- Joy Banerjee : জয় ব্যানার্জী তৃণমূলে যোগ দিতে চেয়ে আবেদন করলেন, মোদীকে চিঠি দিয়ে বিজেপি ত্যাগ নেতার
শনিবার রাত ন'টা নাগাদ ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে, গুলি চালিয়ে, কুপিয়ে খুন(Murder) করা হয় এলাকার জনপ্রিয় নেতা সুশান্ত মজুমদারকে। প্রথমে গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই তৃণমূল(TMC) নেতাকে। এর পাশাপাশি মৃতের ঘাড়ে গুলির চিহ্ন রয়েছে। শনিবার রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে ওই নেতার ওপর হামলা(Attack) করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে(Hospital) নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিকের(Partha Bhowmik) অভিযোগ, ঘটনার বেশ কিছুদিন আগে নোয়াপাড়ায় বিজেপি(BJP) নেতা বিজয়ের সঙ্গে গন্ডগোল হয় সুশান্তের। সেই সময় সুশান্ত ওরফে গোপালকে খুনের হুমকি(Murder threat) দেন ওই বিজেপি(BJP) নেতা।