আমতার সারদা গ্রামে ব্যাপক বিক্ষোভের জেরে কবর থেকে আনিস খানের(Anish Khan Murder) দেহ না নিয়েই ফিরে যেতে হল পুলিশকে(Police)। শনিবার ভোরে দ্বিতীয় ময়নাতদন্তের(Post-mortem) জন্য আনিসের দেহ আনতে কবরস্থানে যায় পুলিশ। পরিবারের তরফে আনিসের বাবা বা অন্য কোনও সদস্যকে থাকতে বলা হয়। সেখানে ছিলেন স্থানীয় বিডিও এবং বিএমওএইচ।
কিন্তু মাইকিং করে পুলিশ আনিসের(Anish Khan Murder) দেহ তোলার কথা জানাতেই আসে বাধা। আনিসের পরিবার এবং গ্রামবাসীদের অভিযোগ, সোমবার কবর থেকে দেহ তোলার কথা বলা হলেও শনিবার ভোররাতে কেন সিটের(SIT) প্রতিনিধিরা গ্রামে এলেন, কার নির্দেশে এই পদক্ষেপ- এমন কিছু প্রশ্ন তোলেন তাঁরা। বিক্ষোভের মুখে পড়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে পুলিশ(Police)। কিন্তু গ্রামবাসীদের অনড় মনোভাবে শেষমেশ কবর থেকে দেহ না তুলেই ফিরে যান পুলিশ(Police) ও সরকারি আধিকারিকরা।
আরও পড়ুন- Anish Khan: 'উর্দি পরে যে এসেছিল, সে নেই..', টিআই প্যারেডের পর বিস্ফোরক দাবি আনিসের বাবার
গত বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের(Aliah University) ছাত্রনেতা খুনের(Anish Khan Murder Mystery) মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। নির্দেশে জানানো হয়, সোমবার জেলা বিচারকের উপস্থিতিতে এই ময়নাতদন্ত(Post-mortem) করতে হবে।
উল্লেখ্য, উলুবেড়িয়া সংশোধনাগারে(Uluberia Central Jail) অভিযুক্তদের শনাক্ত করতে গিয়ে কাউকেই চিনতে পারেননি আনিস খানের(Anish Khan) বাবা সালেম খান। শুক্রবার সন্ধ্যায় টিআই প্যারেড সেরে বাড়ি ফিরে এমনটাই জানান তিনি। তবে পুলিশের কথা মেনে দুপুর ৩টে নাগাদ জেলে গিয়ে আনিসের(Anish Khan) মোবাইল ফোনটি জমা দেন তিনি।