শীত পড়তেই রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সে কথা মাথায় রেখেই সোমবার থেকে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন । যার মধ্যে রাজ্যের সমস্ত পিকনিক স্পট গুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । সে মতোই সোনামুখীর দামোদর নদীর রনডিহা ড্যামে পিকনিক করতে আসা পর্যটকদের ফিরিয়ে দিল পুলিশ।
রণডিহা ড্যাম বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে অত্যন্ত জনপ্রিয়। স্থানীয় অর্থনীতির অনেকটাই নির্ভরশীল পিকনিকের মরশুমের ব্যবসার ওপর। করোনা সংক্রান্ত বিধিনিষেধের ফলে মাথায় হাত ক্ষুদ্র ব্যবসায়ীদের।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে পিকনিক করতে আসেন । হঠাৎ পিকনিক স্পট বন্ধ হয়ে যাওয়াতে মন খারাপ পর্যটকদেরও।
স্থানীয় এক ব্যবসায়ী রঞ্জিত হালদার বলেন , হঠাৎ পিকনিক স্পট বন্ধ হয়ে যাওয়াতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আমাদের । আগামী দিনে না খেয়ে থাকতে হবে ।