রবিবার পুরভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত রইল কাঁথি(Kanthi Municipality)। রবিবার সকাল থেকেই বারংবার বিক্ষিপ্ত সংঘর্ষ-হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি(BJP) এবং তৃণমূল কংগ্রেসের(TMC) কর্মী সমর্থকরা। অভিযোগ, কাঁথি পুরসভার(Kanthi Municipality) ৫ নং ওয়ার্ডে বিজেপির(BJP) এজেন্টকে মেরে বের করে দেওয়া হয় বুথ থেকে। বিজেপির ওই এজেন্ট কাঁদতে কাঁদতে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের(TMC) বিরুদ্ধে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।
ভোট দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে ফেলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী(TMC MP Sishir Adhikari)। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারী(Soumendu Adhikari) একযোগে আক্রমণ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে(TMC)। তাঁদের অভিযোগ, শাসক দল তৃণমূল কাঁথি পুরসভার(Kanthi Municipality) বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক ভোট লুঠ, রিগিং চালিয়েছে। বিজেপির(BJP) নির্বাচনী এজেন্টও সেই এক অভিযোগ করেন শাসকদলের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ(Road Blockade) করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
অন্যদিকে, বেলা বাড়তেই কাঁথিতেই দেখা যায় অন্য ছবি। তৃণমূল(TMC) নেতা তরুণ জানার ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির(BJP) বিরুদ্ধে। ওই তৃণমূল নেতার বাড়িতে ঢুকে চড়াও হয় বিজেপির(BJP) দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ তৃণমূলের। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে ভর্তি করা হয় কাঁথি হাসপাতালে(Kanthi Hospital)। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী(Police Force)।