হাওড়ার (Howrah) বাগনান এক নম্বর ব্লকের বাঙালপুর পঞ্চায়েতে অবস্থিত আদ্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (Primary Health Centre) । প্রায় ৭০ বছরের পুরনো এই স্বাস্থ্যকেন্দ্র এখন প্রায় ভগ্নপ্রায় । একটা সময় যেখানে রোগীদের লাইন পড়ত, চিকিৎসকদের পরিষেবা পেত মানুষ, এখন সেই স্বাস্থ্যকেন্দ্রের দশা বেহাল । ডাক্তারের আনাগোনা নেই, বন্ধ হয়ে গিয়েছে চিকিৎসা পরিষেবা । নোংরা আবর্জনা এবং আগাছায় ভর্তি গোটা চত্বর । অভিযোগ, সন্ধেবেলা হলেই সেখানে বসছে মদের আসর । দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে । সংস্কারের অভাবে বন্ধ হয়ে গিয়েছে ওই স্বাস্থ্য কেন্দ্র (Bagnan Primary Health Centre) ।
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেই চোখে পড়বে যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল, গ্লাস-সহ নানা জিনিস । স্থানীয়দের অভিযোগ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত বিল্ডিং রাতের অন্ধকারে দুষ্কৃতীদের অসামাজিক কাজের আখড়ায় পরিণত হয়ে ওঠে। এলাকাবাসীদের কথায়, কেবল রাত নয়, দিনের বেলায় ওই হাসপাতাল চত্বরে চলে মদ্যপানের আসর । তাঁদের অভিযোগ, প্রশাসনকে বলেও কোনও সুরাহা হয়নি । ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই নতুন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে । সেখানে যেতেও ভয় পায় এলাকাবাসীরা ।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এটা ঠিক যে, আগে ওখানে বেশকিছু অসামাজিক কার্যকলাপ চলত । কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে এখন তা সম্পূর্ণ বন্ধ । কোনওরকম সমস্যা হলে তার সমাধান করা হবে ।