২০২২-এর টেট (Tet)-এর 'আনসার কি' ( Tet Answer Key) প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Board Education) । গত বছর ১১ ডিসেম্বর নেওয়া হয়েছিল পরীক্ষা । মঙ্গলবার পর্ষদের তরফে পরীক্ষার প্রায় এক মাসের মধ্যে 'আনসার কি' প্রকাশ করা হয়েছে ।
কোথায় দেখা যাবে 'আনসার কি'? www.wbbpe.org ও wbbprimaryeducation.org- এই দুই ওয়েবসাইটে গিয়ে আনসার কি দেখা যাবে। সব বিষয়, সব ভাষার প্রশ্নপত্রের উত্তর দেওয়া হয়েছে । এই আনসার কি-এর মাধ্যমে পরীক্ষার্থীরা পরীক্ষার সঠিক উত্তর জানতে পারবেন । প্রার্থীরা সহজেই বুঝে যাবেন, তাঁর কটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আর তাঁদের কত নম্বর পাওয়া উচিত । সেক্ষেত্রে ফলপ্রকাশের পর নম্বরে কোনও সমস্যা থাকলে পরীক্ষার্থীরা বুঝে যাবেন ।