যাত্রী বিক্ষোভের জেরে আটকে গেল রাজধানী এক্সপ্রেস। বুধবার সকালে এই নজিরবিহীন যাত্রী বিক্ষোভের সাক্ষী থাকল খানা জংশন। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে লোকাল ট্রেন দাঁড় করিয়ে রেখে পার করানো হচ্ছিল এক্সপ্রেস ট্রেন। অফিস টাইমের এই ঘটনায় ধৈর্য্যের বাঁধ ভাঙে নিত্যযাত্রীদের। এরপরেই ক্ষুদ্ধ যাত্রীরা লাইনে দাঁড়িয়ে পড়ে অবরোধ শুরু করেন।
এক যাত্রীর কথায়, দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটছে। আগাম কোনও ঘোষণা ছাড়াই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে লোকাল ট্রেন। পর পর বেশ কিছু এক্সপ্রেস ট্রেন পাস করিয়ে ছাড়া হয় লোকাল। কিন্তু বুধবার সকালে একই ঘটনা ঘটায় লাইনে নেমে পড়ে বিক্ষোভ দেখান একাধিক যাত্রী। পরবর্তীতে রেল কর্তৃপক্ষের আশ্বাসে ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেন যাত্রীরা। ফের স্বাভাবিক হওয় ট্রেন চলাচল।
আর পড়ুন- Bhatpara Shootout: ভাটপাড়ায় গুলিবিদ্ধ যুবক, বাইকে করে পালাল দুষ্কৃতীরা