উত্তরবঙ্গে রেল অবরোধ কর্মসূচি অল কমতাপুর স্টুডেন্ট ইউনিয়নের । সকাল ৭টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ । জলপাইগুড়ির বেতগারা স্টেশনের কাছে পতাকা হাতে রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন অল কমতাপুর স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা । এর জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল । বহু ট্রেন আটকে পড়েছে । জানা গিয়েছে ১২ ঘণ্টা চলবে এই কর্মসূচি ।
বিক্ষোভ কর্মসূচির জেরে বেতগারা স্টেশনে আটকে পড়েছে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই ট্রেন থেকে বহু যাত্রী নেমে পড়ছেন । ট্রেন বন্ধ করে এভাবে বিক্ষোভ দেখানোয় ব্যাপক সমস্যায় পড়ে গিয়েছেন যাত্রীরা ।
বিক্ষোভকারীরা জানাচ্ছেন, তাঁরা কামতাপুর রাজ্যের পুনর্গঠন চাইছেন । তাঁদের দাবি, আগে উত্তরবঙ্গ বলে কিছুই ছিল না। ইতিহাস বলছে কামতাপুর ছিল। রাজ্য পুনর্গঠনের দাবিতে পতাকা হাতে রেললাইনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা । পরিস্থিতি সামলাতে রেল পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন । কিন্তু, আন্দোলন প্রত্যাহার করবেন না, সেই দাবিতে অনড় বিক্ষোভকারীরা ।