কাজের দিনে সকাল থেকে বাতিল একাধিক ট্রেন। ঘোর সমস্যায় নিত্যযাত্রীরা। প্রতিবাদে শিয়ালদহের দুটি শাখায় রেল অবরোধ। সবমিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়ল পরিষেবা।
পরপর ট্রেন বাতিল হওয়ায় ভোর থেকে শিয়ালদার দুই শাখায় রেল অবরোধ। শিয়ালদা দক্ষিণ (Sealdah south) শাখার তালদি স্টেশনে রেললাইনে লোহার পাত ফেলে আটকে দেওয়া হয় আপ ক্যানিং লোকাল। শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর (Thakurnagar) স্টেশনেও ভোর ৪টে ৪০ থেকে অবরোধ শুরু হয়। একইভাবে পরপর দুটি ট্রেন বাতিল হওয়ায় এই অবরোধ বলে জানা গেছে। রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হন বহু যাত্রী।
আরও পড়ুন: Covid 19 in West Bengal: রাজ্যজুড়ে আক্রান্ত চিকিৎসকরা, কোভিডের নতুন ঢেউয়ে বেসামাল হাসপাতাল
তালদির অবরোধ উঠে গিয়েছে। দক্ষিণ শাখার ট্রেন চলাচল বেলার দিকে স্বাভাবিক হয়েছে