ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত । ওভারহেডের একটি তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল । মধ্যরাতে বহু স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন । চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা ।
জানা গিয়েছে, ব্যান্ডেল ও বাঁশবেড়িয়া স্টেশনের মাঝে একটি রেলগেটের কাছে রাত ন’টা নাগাদ হাই টেনশনের তার ছিঁড়ে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। আপ এবং ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে বহু ট্রেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও রেলের কর্মীরা । তার মেরামতের কাজ শুরু করে দেন তাঁরা ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, গভীর রাত পর্যন্ত কাজ শেষ করা যায়নি । যার ফলে মাঝরাত পর্যন্ত বহু ট্রেন আটকে ছিল ।