সোমবারও বর্ধমান লাইনে একাধিক স্টেশনে রেল অবরোধ। শক্তিগড় রেললাইনে কাজ চলছে। তার জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন। সোমবার কর্মব্যস্ত দিনে সকাল থেকে বেশ কিছু ট্রেন দেরি করে চলেছে। তা নিয়ে খন্ন্যান, পান্ডুয়া, তালান্ডু স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ নিত্যযাত্রীদের। রেল অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় একাধিক স্টেশনে। ট্রেন আটকে পাথর ছোড়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
শক্তিগড় থেকে রসুলপুর থার্ড লাইন ও নন ইন্টারলকিংয়ের কাজ চলছে। তার জেরে সোমবার অনেক ট্রেন বাতিল হয়। সকাল সাড়ে সাতটা থেকে বর্ধমান লাইনের একাধিক স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীরা। খন্ন্যান স্টেশনে অবরোধ করা হয়। রেললাইনে বসে অবরোধ করেন বিক্ষোভকারীরা। মহিলা কামরায় যাত্রীদের টেনে নামানো হয় বলেও অভিযোগ। যাত্রীদের দাবি, সকালে সময় মতো ট্রেন চালাতে হবে।
আরও পড়ুন: সোমবার সকালে জোড়া হানা ইডি ও সিবিআইয়ের, রানিকুঠি ও সোদপুরে দুটি বাড়িতে
সোমবার রেলের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করা হয়, মঙ্গলবার থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। হত শনিবারই জানিয়ে দেওয়া হয়, হাওড়া, বর্ধমান কর্ড ও মেনব লাইনে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। ৩-১৩ সেপ্টেম্বর পর্যন্ত বেশ কয়েকজোড়া ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছিল রেল।