টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী। ‘ভালবাসা ডট কম’ থেকে যাত্রা শুরু হওয়ার পর বাস্তবেও তারা গাঁটছড়া বেঁধেছিলেন। রাজা নিয়মিত অভিনয় করলেও মধুবনী দূরেই রয়েছেন ধারাবাহিক থেকে। রাজা-মধুবনী মিলে বেশ কয়েকদিন ধরেই একটি ইউটিউব চ্যানেল চালান, সেখান থেকেই তারা ঘোষণা করেছিলেন জন্মদিন, বিয়ে, গৃহপ্রবেশ এবং অন্নপ্রাশনের মতো নানা অনুষ্ঠানে গিয়ে ভ্লগিং করবেন।
আরও পড়ুন : বাংলায় অবহেলিত, তেলেগু ইন্ডাস্ট্রির হাত ধরে বড়পর্দায় শহীদ ক্ষুদিরাম
তার জন্য তাদের বুক করতে হবে বলেও জানান রাজা মধুবনী। কিন্তু তাঁদের এই উদ্যোগ অনেকেই ভালো ভাবে নেননি। নেটিজেনদের একাংশের বক্তব্য, সহজে উপাৰ্জনের জন্যই এই পন্থা নিয়েছেন তারা, এতে গ্রাহকদের আদৌও কোনও লাভ হবে কী না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা রাজা গোস্বামী। সমস্ত নেতিবাচক মন্তব্যকে ফুৎকারে উড়িয়ে রাজা জানান, অসংখ্য কনটেন্ট ক্রিয়েটররা তাঁদের প্রোমোট করার অনুরোধ করেন, ইতিমধ্যেই বসে কিছুজন যোগাযোগ করেছেন বলেও জানান রাজা মধুবনী। তাদের ইউটিউব ফলোয়ার্স এই মুহূর্তে ২ লক্ষ ছুঁইছুঁই। রাজা মধুবনীর ইউটিউবের মাধ্যমে তারাও প্রচার পান, সেকারনেই পারিশ্রমিক নেন তারা। তাঁরা আরও জানান, ফ্যান মিটের জন্য কোনও পারিশ্রমিক তাঁরা নেন না।