গত ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেটেই 'রাস্তাশ্রী' প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, চলতি মার্চ মাসের ১৫ তারিখ থেকেই শুরু হতে পারে এই প্রকল্প। নবান্ন সূত্রে খবর, আগামী ১৫ মার্চে রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ মার্চ শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ বিধানসভা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তার পরেই এই প্রকল্পের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পটির দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গের পূর্ত দফতরের ওপর।
উল্লেখ্য, পঞ্চায়েতের আগে বাজেটে গ্রামীণ উন্নতিতে জোর দিয়েছে রাজ্য। রাস্তাশ্রী প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছে তৃণমূল সরকার। এর মাধ্যমে একাধিক নতুন রাস্তার পাশাপাশি পুরনো রাস্তা সংস্কারেও জোর দেওয়া হবে।