মল্লভূমের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস । আর এই ইতিহাসের সাক্ষী হিসেবে রয়েছে নানান উৎসব । তার মধ্যে উল্লেখযোগ্য হল রথযাত্রা (Ratha Yatra 2022) । আজ, সেই ইতিহাসকে সাক্ষী রেখে সাড়ম্বরে পালিত হল মল্ল (Ratha Yatra at Bishnupur) রাজাদের রথ উৎসব ।
রথ উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই পাঁচচূড়া মন্দির চত্বরে ভিড় । ১৬৬৫ খ্রি বিষ্ণুপুরের (Ratha Yatra Celebration at Bishnupur) মল্ল রাজা বীর মল্ল বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জে রানি শিরোমণি দেবীর ইচ্ছা অনুযায়ী টেরাকোটার পাঁচ চুড়া মন্দির নির্মাণ করেন । রথের রশিতে টান দেওয়ার জন্য রাস্তায় উপচে পড়ে ভক্তদের ভিড় । মন্দিরের বিগ্রহ রাধা মদন গোপাল জিউ । এই মন্দিরের অনুকরণেই তৈরি করা হয় পিতলের রথ । তবে,এখানের রথে,জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকেন না । প্রাচীন রীতি অনুযায়ী, রাধা মদন মোহন জিউ রথে সওয়ার হন । এদিন, সকালে রাধা মদনের বিগ্রহকে বাদ্য যন্ত্র ও কীর্তনের মধ্য দিয়ে নিয়ে আসা হয় রথে । রথের মধ্যে চলে পুজো অর্চনা ও আরতি । এরপর শুরু হয় রথের রশিতে টান দেওয়ার পর্ব । দূর-দুরান্ত থেকে বহু মানুষ এসে উপস্থিত হয় ।
আরও পড়ুন, Ratha Yatra 2022 : সকাল থেকেই সাজো সাজো রব ইসকনে, ভিড়ে ঠাসা মায়াপুর
এই রথ উৎসব মল্লরাজাদের সময় থেকেই হয়ে আসছে । বিষ্ণুপুরে এই রথ উৎসব প্রায় ৩৫০ বছরের বেশি পুরানো । সেই ধারা বজায় রেখেছে বিষ্ণুপুরের ১১ পাড়া উৎসব কমিটি ।