পর্যটকদের জন্য বিশেষ সুবিধা। এবার দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল আইআরসিটিসি (IRCTC)। চালু হতে চলেছে ভারত গৌরব ট্রেন। যে ট্রেনে চড়ে পুণ্যার্থীরা একসঙ্গে ৫ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পাবেন। আগামী ২০ মে প্রথমবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে এই বিশেষ ট্রেন।
ট্রেনটি ব্যান্ডেল,বর্ধমান, বোলপুর,রামপুরহাট, সাহেবগঞ্জ, মুজাফফরপুর হয়ে প্রথমে পৌঁছবে উজ্জয়িনী। এরপর সেখান থেকে ৫টি জ্যোতির্লিঙ্গ- ওমকারেশ্বর,মহাকালেশ্বর, সোমনাথ,নাগেশ্বর এবং ব্রম্বকেশ্বরের সহ স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাই বাবা ও শনি শিংনাপুর দর্শন করানো হবে।
শুধুমাত্র তীর্থক্ষেত্রে ঘুরে বেড়ানো নয়, এই বিশেষ ট্রেনে যাত্রীদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। সকালে চা, ব্রেকফাস্ট, দুপুরের খাবার, স্ন্যাক্স এবং ডিনারের ব্যবস্থা করা হয়েছে। জোগান দেওয়া হবে পর্যাপ্ত পানীয় জলেরও।