রাজ্যে ৬ বছরের রেকর্ড পেরিয়ে গেল ডেঙ্গি সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবার ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩৩ হাজারের বেশি। এক সপ্তাহে উত্তর ২৪ পরগনায় ১২০০-র বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
২০১৯-কেও ছাপিয়ে গিয়েছে এবার আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৬ বছরের মধ্যে এবার ডেঙ্গি সংক্রমণ সর্বাধিক। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২০১৯ সালে ডেঙ্গি আক্রান্ত হন ৩১ হাজার ৭৪৩ জন। এবার এখনই সেই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৩ হাজারের বেশি। এখনও পর্যন্ত গত সপ্তাহে আক্রান্ত সর্বাধিক। এক সপ্তাহে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ১২৫৩ জন।
পুজোর পরই রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে একাধিক জেলায়। প্রত্যেক জেলা থেকেই ডেঙ্গিতে মৃত্যুর খবর শোনা যাচ্ছে। উত্তর ২৪ পরগনা ছাড়াও ডেঙ্গিতে গত এক সপ্তাহে হাওড়ায় আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। হুগলিতে ৫০৮, মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন ৪৫২।