নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ফের শহর জুড়ে তল্লাশি অভিযান। বুধবার শহরের দুটি এলাকায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।
যার মধ্যে রয়েছে, ক্যামাক স্ট্রিট-সহ মধ্য কলকাতার দু'টি এলাকা। সূত্রের খবর, নিয়োগ মামলায় ধৃত 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বয়ানের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান।
আরও পড়ুন - ব্যালট খেয়েছিলেন TMC প্রার্থী, সেই ব্লকেই ভোটারের থেকে ভোট পড়ল বেশি!
গত ৩০ মে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কে গ্রেফতার করে ইডি। সূত্রের খবর, ২০১৮ সাল থেকে এই দুর্নীতিতে জড়িত রয়েছেন ‘কাকু’।
সম্প্রতি মৃত্যু হয়েছে সুজয়কৃষ্ণের স্ত্রী বানী ভদ্রের। এরপর জামিনের আবেদন করলেও সুজয়কৃষ্ণকে জামিন দেওয়া হয়নি। স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য সংশোধনাগারের তরফে প্যারোলে মুক্তি দেওয়া হয়।